ছবি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে ওসমান হাদীর গায়েবানা জানাযা
মোঃ জাহাঙ্গীর আলম
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর গায়েবানা জানাযা, ও দোয়া সম্পূর্ণ হয়েছে। আজ বিকেল ৪.৩০ মিনিটে ফুলবাড়ী কাচারি মাঠ প্রাঙ্গণে গায়েবানা জানাযা ও দোয়া অনুষ্ঠিত হয়।
জানাযায় স্থানীয় আলেম-ওলামা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। জানাযা শেষে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, শরিফ ওসমান হাদি ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং তিনি দীর্ঘদিন ধরে দেশীয় স্বার্থ রক্ষা ও ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছিলেন। তার বক্তব্য ও রাজনৈতিক অবস্থান দেশের সার্বভৌমত্ব ও স্বাধীন নীতির পক্ষে ছিল বলে উপস্থিত জনতা দাবি করেন।
গায়েবানা জানাযা অনুষ্ঠানে বক্তারা বলেন, শরিফ ওসমান হাদি তার আদর্শিক অবস্থান ও প্রতিবাদী কণ্ঠের মাধ্যমে তরুণ সমাজকে অনুপ্রাণিত করেছেন। তারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
মতামত