ভিডিও গ্যালারি

রাষ্ট্রীয় শোক দিবসে নেত্রকোনার বারহাট্টায় দেখা গেছে ব্যতিক্রমী এক দৃষ্টান্ত।

প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২৬, সন্ধ্যা ৭:৪৮

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বারহাট্টার ব্যবসায়ীরা। রাষ্ট্রীয় শোক দিবসের অংশ হিসেবে মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত বারহাট্টা উপজেলার গোপালপুর বাজার ও পূর্ব বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান স্বেচ্ছায় বন্ধ রাখেন ব্যবসায়ীরা। স্থানীয়দের মতে, অতীতে এমন উদ্যোগ কখনো দেখা যায়নি। ব্যবসায়ীদের এই সম্মানজনক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ জনগণ। তারা বলছেন, জাতীয় শোকের সময়ে এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক ও দায়িত্বশীল বার্তা পৌঁছে দেয়।