সারাদেশ

ফতুল্লায় ২০ কোটি টাকার ভারতীয় শাড়িসহ আটক ১

প্রিন্ট
ফতুল্লায় ২০ কোটি টাকার ভারতীয় শাড়িসহ আটক ১

প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৬, সন্ধ্যা ৭:৩০

নারায়ণগঞ্জের ফতুল্লায় শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ এক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দকৃত শাড়ির আনুমানিক বাজারমূল্য ২০ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে কোস্ট গার্ড স্টেশন পাগলার একটি দল ফতুল্লার শিবু মার্কেট এলাকায় অভিযান চালায়। এ সময় একটি সন্দেহভাজন কাভার্ড ভ্যান তল্লাশি করে অবৈধভাবে আসা এই বিশাল শাড়ির চালানটি উদ্ধার করা হয়। জব্দ করা হয় পণ্যবাহী ভ্যানটিও।

কোস্ট গার্ড জানায়, জব্দকৃত শাড়িগুলো বংশাল সার্কেল কাস্টমসের কাছে এবং আটক ব্যক্তি ও কাভার্ড ভ্যানটি পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।